অরূপ পাল, ১৬ ফ্রেব্রুয়ারিঃ সন্তোষ ট্রফি থেকে কার্যত বিদায় বাংলার। প্রথম দুটি ম্যাচে এক পয়েন্ট সংগ্রহ করার জন্য শেষ তিন টি ম্যাচে জয় না পেলে শেষ চারে ওঠা অনিশ্চিত ছিল বাংলার। বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলা এক চার গোলে হেরে গেল গত বছরের চ্যাম্পিয়ন মনিপুরের কাছে। প্রথমার্ধে বাংলা পিছিয়ে ছিল শূন্য দুই গোলে। ন ওবা মিতাই ও সুভাষ সিং মনিপুরের হয়ে গোল দুটি করেন। একান্ন মিনিটে গোল করে ব্যবধান কমান সৌভিক কর। একাশি মিনিটে বাংলার বিশ্বজিৎ হেমব্রম আত্মঘাতী গোল করেন। ম্যাচের সংযুক্তি সময়ে মনিপুরের হয়ে শেষ গোলটি করেন ন ও চা সিং। সার্ভিসেস তিন ম্যাচে সাত পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে। সম সংখ্যক ম্যাচে ছয় পয়েন্ট সংগ্রহ করে মনিপুর রয়েছে দ্বিতীয় স্থানে। তিন ম্যাচে বাংলার সংগ্রহ মাত্র এক পয়েন্ট। ফলে সন্তোষ ট্রফির শেষ চারে ওঠা কার্যত শেষ সব চেয়ে বেশি বার সন্তোষ ট্রফি জয়ী বাংলার।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর