ইভিএম নিউজ ব্যুরো, ২২ জুলাইঃ (Latest News) বর্তমানে স্বামী স্ত্রী সকলই কর্মরত। তাই তাঁদের সন্তানদের সময় কাটানো একটু কঠিন হয়ে পড়ে। তাই অনেকেই হোম মেড বা আয়া মেসিদের দায়িত্বে রেখে যান। তবে এটা কতটা সুরক্ষিত নিয়ে চিন্তিত বাবা মা-রা। তাই সবচেয়ে মুশকিল হয় যে তারা তাদের সন্তানদের কোথায় রেখে দিয়ে চিন্তা মুক্ত হয়ে অফিসে যাবেন। আর অনেক সময় বাধ্য হয়েই অভিভাবকেরা শিশুদের বাড়িতে একা ছেড়ে আসেন। এরকম পরিস্থিতিতে কিছু সাবধানতা অবলম্বন করে চলুন……
একলা ছেড়ে রাখার আগে অভ্যাস করিয়ে নিন। একটি বাড়িতে। শিশুটির সঙ্গে কথা বলুন। সময় কোন সমস্যা হয়েছে কিনা জিজ্ঞাসা করুন। আপৎকালীন পরিস্থিতিতে সন্তান কি করবে সেটা নিয়ে আগে থেকে কথা বলুন এবং কোন পরিস্থিতিতে কি করা উচিত সেটি শিখিয়ে দিন। পাশাপাশি শিশুদের একা ছাড়ার আগে কিছু জিনিস শিখিয়ে দিন। দরজা খোলা বা বন্ধ করা ইমার্জেন্সিতে ফোনের ব্যবহার, আলো পাখা পাকা বন্ধ রাখা মাইক্রোওভেনের ব্যবহার। রান্নাঘরে হালকা ভাবে যদি আগুন ধরে যায় বা বাড়িতে অজানা কেউ এসে জান করা উচিত শিখিয়ে দেওয়া উচিত। ফোনে কথা বলার একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট করে দিন। এবং তারা যেন স্কুল থেকে ফিরে ফোন করে এটা তাদের বলে রাখুন।
সঙ্গে তাদের বন্ধু খেলনা নিয়ে খেলুন এবং অবসরে তাদের সঙ্গে সময় কাটান। ইলেকট্রনিক গেজেট চালানোর সময় সেট করুন। এবং সন্তানকে বুঝুন কখন দরজা খোলা উচিত এবং মোবাইল ফোন রিসিভ করা উচিত।
সন্তানদের একা ছাড়ার আগে বাড়ি থেকে মদ্যপানের বোতল, বিপজ্জনক ওষুধ সামগ্রী, ছুরি কাঁচি, লাইটার, তামাকজাত দ্রব্য আগের থেকে সরিয়ে রাখুন।
কিছু হেলদি স্নাক্স বা ফল রেখে দিন যাতে খিদে পেলে তারা আজেবাজে জিনিস খেয়ে না ফেলে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হল সন্তান যদি কোন ওষুধ খায় তাহলে তাকে খাইয়ে দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করুন যাতে তারা নিজে নিজে ভুলবশত ওভারডোজ এর ওষুধ না খেয়ে ফেলে। (EVM News)