রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতাজি যোগ নিয়ে এবার নয়া বিতর্ক। সংঘের নেতাজি জন্মোৎসব পালন নিয়ে মুখ খুললেন নেতাজি কন্যা অনিতা বোস পাফ। তিনি বলেন ,সংঘের মতাদর্শন ও নেতাজির মতাদর্শন এক নয়। তাঁর বাবার চিন্তাধারা ও কংগ্রেসের চিন্তাধারার মিল রয়েছে বলে দাবি করেছেন। জার্মানির একটি সংবাদসংস্থায় তিনি একই দাবি করেন যে সংঘের সঙ্গে তাঁর বাবার কোন সম্পর্ক নেই। নেতাজি ছিলেন একজন আদ্যন্ত বাম মনোভাবাপন্ন। তিনি আরও বলেন ,আজ যদি নেতাজি বেঁচে থাকতেন আরএসএসের বা বিজেপির সঙ্গে কোন মিল সখ্য থাকত না। গত বছরের মতো এই বছরেও নেতাজির জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আরএসএস নেতাজির ১২৬ তম জন্মদিবস উদযাপন করছে এটা খুব ভালো কথা বলে অনিতা বোস পাফের মন্তব্য । এই সঙ্গে তিনি আয়োজকদের সতর্ক করে বলেন নিজেদের ভাবধারাকে যেন জন্মদিন উপলক্ষ্যে নেতাজির ভাবধারার ওপর চাপিয়ে না দেওয়া হয় । নেতাজির জন্মবার্ষিকী উদযাপনের জন্য কলকাতায় আসবেন আরএসএস কর্তা মোহন ভাগবত।মোহন ভাগবত পাঁচ দিনের বাংলা সফরে থাকবেন বলে জানা গিয়েছে । বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর।