সঙ্কল্প দে, ২৯ এপ্রিলঃ রামনবমীর অশান্তির ক্ষত কেটে উঠতে না উঠতেই ফের উত্তপ্ত হল হুগলীর শ্রীরামপুর। এক পথচারীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। সকাল ৬:৩০-৭ টায় দিল্লি রোড সংলগ্ন বেলুড় মোড়ে বছর ৫৫ র এক মহিলাকে পিছন থেকে একটি ডাম্পার এসে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ঐ মহিলার মৃত্যু হয়। মৃতার নাম পুষ্পা সাঁতরা। তাকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। অ্যাম্বুলেন্স বাদ দিয়ে সমস্ত গাড়ি আটকে দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছলে উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। যদিও ঘাতক ডাম্পারটিকে পুলিশ আটক করতে পারিনি। এই কারণেই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করে পুলিশের ওপর ক্ষোভ উগড়ে দেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ ডাম্পারটিকে ইচ্ছা করেই আটক করে নি। ট্রাফিক পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগও তোলেন স্থানীয়রা। ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রায় দু’ঘণ্টা ধরে চলে জাতীয় সড়ক অবরোধ। ফলে যানজটের সমস্যায় পড়েন সাধারণ মানুষেরা।(EVM News)শিলিগুড়ির পঞ্চাই নদী থেকে উদ্ধার রকেট লঞ্চার