ইভিএম নিউজ ব্যুরো: গোল হোক বা তেকোনা, ভারতের ম্যাপ হোক অথবা পোড়া। প্রথম প্রথম দুটি তৈরি করতে গিয়ে এমন ল্যাজেগোবরে অবস্থা হয় না, এমন রাঁধুনি বিরল।আর মধ্যবিত্তের সেই অভিজ্ঞতার বিশাল তালিকায় একেবারেই অন্য এক সংযোজন করলেন, বিশ্বের চতুর্থ ধনী বিল গেটস।কম্পিউটারের কুটুর কুটুর দুনিয়ার বাইরে বেরিয়ে এবার বিলিওনেয়ার বিল গেটস হাতে তুলে নিলেন খুন্তি আর চাকি-বেলুনি। গায়ে অ্যাপ্রন মাথায় টুপি পরে পুরোদস্তুর শেফের সাজে ঢুকে পড়লেন রান্নাঘরে।তৈরি করলেন রুটি। আর সেই রোটিমেকার বিল গেটসকে দেখে আহ্লাদে আটখানা হয়ে, তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সম্প্রতি বিল গেটসের ভিডিওটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেখানে বিখ্যাত শেফ ইতান বারনাথের সঙ্গে প্রযুক্তিবিদ বিল গেটসকে প্রথমে আটা মাখতে, তারপর রুটি তৈরি করতে দেখা গেছে। আর ভিডিওটি নজরে পড়তেই নিজের ট্যুইটার হ্যান্ডেলে বিল গেটসকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মোদি। একইসঙ্গে, আটার পাশাপাশি তাঁকে এরপর থেকে বাজরার রুটি তৈরির পরামর্শও দিয়েছেন মোদী। এখনও পর্যন্ত টুইটারে ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখেছেন ৬৫ হাজারেরও বেশি মানুষ। প্রসঙ্গত, ৬৭ বছর বয়সী টেক বিলিওনেয়ার গেটসকে এর আগে অনেক ভূমিকাতেই পারদর্শী ভূমিকায় দেখা গেছে। এবার তার সঙ্গে যোগ হল, এই রোটিমেকারের ভূমিকা। আর মোদীর প্রশংসার পর এবার ভারতে কি মাইক্রোসফটের নতুন ব্র্যান্ড হিসেবে বিল গেটসের তৈরি রুটি রফতানি শুরু হবে কিনা, এখন সেই নিয়েই শুরু হয়েছে মজার আলোচনা।