ইভিএম নিউজ ব্যুরো, ২৩ জুলাইঃ (Latest News) হাওড়ার পাঁচলায় নির্যাতিতা মহিলা বিজেপি প্রার্থীর ওপর নির্যাতনের প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ বলতে কি বোঝাতে চাইছেন রাজ্য পুলিশের ডিজি? ডিজি মনোজ মালব্য কে সরাসরি প্রশ্নবান বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

হাওড়ার পাঁচলা পঞ্চায়েত সমিতির ২০ নম্বর আসনের বিজেপি মহিলা প্রার্থীকে নগ্ন করে অত্যাচারের ঘটনায় কোন ভিডিও ফুটেজ নেই বলে, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য সাংবাদিক বৈঠকে যে মন্তব্য করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে এইভাবেই ডিজির তীব্র সমালোচনা করেন শুভেন্দু।

টুইটে শুভেন্দু আরও লেখেন, ‘ডিজি পঞ্চায়েত নির্বাচন নিয়ে যা বলেছেন তাতে স্পষ্ট, পঞ্চায়েত নির্বাচন কিভাবে হয় তা নিয়ে কোনও ধারণা স্বচ্ছ নয়। ডিজি বলেছেন, ৩৪৩টি গ্রাম পঞ্চায়েত আসন, ৭০০০ পঞ্চায়েত সমিতির আসন। ট্যুইটে শুভেন্দু লিখেছেন, “আমি জানি না এই সব ভিত্তিহীন পরিসংখ্যান তিনি কোথা থেকে পেয়েছেন।”

শুভেন্দু আরও বলেন, ডিজির বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনে ৭০০০০ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। যেখানে রাজ্য নির্বাচন কমিশনার নিজে বলেছেন, ১০০০০ এর বেশি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হয়নি। এইরকম ভ্রান্ত পরিসংখ্যানই স্পষ্ট করে দেয় যে পঞ্চায়েত নির্বাচনের নামে কি ধরণের প্রহসন বাংলায় হয়েছে ’।

এদিনের ট্যুইটে মনোজ মালব্যের বক্তব্যের পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বক্তব্যেরও ভিডিও পেশ করেন শুভেন্দু অধিকারী। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর