ইভিএম নিউজ ব্যুরো, ২৪ মেঃ শিলিগুড়ি পুর কর্পোরেশনের চার বাম কাউন্সিলর হিলকার্ড রোডের অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক সম্মেলন করলেন। বর্তমান পুর বোর্ডের নানা ব্যর্থতার কথা তুলে বিভিন্ন অভিযোগ আনলেন বাম কাউন্সিলররা। এই সাংবাদিক সম্মেলনে বাম-পরিষদীয় দলনেতা মুন্সী নুরুল ইসলাম সহ আরও তিন কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী, মৌসুমী হাজরা,ও দীপ্ত কর্মকার সাংবাদিকদের মুখোমুখি হন। নুরুলবাবু এক গুচ্ছ অভিযোগ এনে বলেন, বর্তমান পুর-বোর্ড পুরসভা পরিচালনা করতে পুরোপুরি ব্যর্থ।
একই সঙ্গে বুধবার থেকে শহরবাসীর অভাব অভিযোগ জানানোর জন্য আধুনিক প্রযুক্তির শরণাপন্ন হলেন বাম কাউন্সিলেরা। হোয়াইটওয়াশ নামক একটি অ্যাপের মাধ্যমে শহরের যে কোন প্রান্তের যে কোন সমস্যা জানাতে পারবেন সাধারণ মানুষ। ওই সমস্যাগুলোকে পরে পুরনিগমের বোর্ড মিটিং-এ তুলে ধরা হবে এবং মেয়রকে জানিয়ে সমাধান করার চেষ্টা করা হবে।
এই প্রসঙ্গে নুরুলবাবুর আরও অভিযোগ, শহরবাসীর সমস্যা সমাধান করতে মেয়র ব্যর্থ। সমস্যা সমাধানের চেয়ে বড়াই করে তা প্রচার করেন এবং কাজের কাজ কিছুই হয় না,তাই আধুনিক প্রযুক্তির দ্বারস্থ হতে বাধ্য হলেন শিলিগুড়ি পুরসভার বিরোধী কাউন্সিলররা। (EVM News)