ইভিএম নিউজ ব্যুরো, ১৫ ফ্রেব্রুয়ারিঃ ৮ বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল, ৪৮ বছরের এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো শিলিগুড়ি মহকুমারর গোসাইপুর গ্রামপঞ্চায়েতের ধনসরাজোট গ্রামে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হল গ্রাম। খবর পেয়ে গ্রামে ছুটে এলে, স্থানীয় ফাঁড়ির পুলিশদের ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন, উত্তেজিত গ্রামবাসীরা। অবশ্য খবর ছড়িয়ে পড়ার পর, পুলিশ আসার আগেই গ্রাম ছেড়ে পালিয়ে গেল, সুনীল বর্মণ নামে ৪৮ বছরের ওই অভিযুক্ত।
উত্তেজনা নিয়ন্ত্রণে গ্রামে শুরু হয়েছে পুলিশি নজরদারি। অভিযুক্তের খোঁজে তল্লাশির পাশাপাশি, ঘটনার তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।



















