ইভিএম নিউজ ব্যুরো, ১৩ ই ফেব্রুয়ারিঃ ট্রেনের অপেক্ষায় আর বিরক্তি প্রকাশ নয়। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদহ ষ্টেশনের ১৪ নং প্লাটফর্মের পাশে দোতলায় তৈরি হতে চলেছে অত্যাধুনিক ওয়েটিং লাউঞ্জ।

ঝাঁ চকচকে এবং শীততাপ নিয়ন্ত্রিত এই অত্যাধুনিক লাউঞ্জে থাকছে বিশাল আকারের একটি টিভি স্ক্রিন, ম্যাসাজ পার্লার ও বিলাসবহুল বসার জায়গা।এমনকি থাকছে ফুট-স্পা বা ফিশ-স্পায়ের ব্যবস্থাও। শহরের ঐতিহ্যকে সাজ-সজ্জার আকারে তুলে ধরে রুফ টপে তৈরি করা হয়েছে একটি কফিশপ।

লাউঞ্জটির নাম দেওয়া হয়েছে ‘আভিবাদন’।গরিব মধ্যবিত্ত যাত্রীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে নন-এসি ওয়েটিং রুমও। যা ব্যবহার করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এসি লাউঞ্জের জন্য অবশ্য যাত্রীদের খরচ করতে হবে ঘণ্টা প্রতি ১০ টাকা। সেখানে রয়েছে শোয়ার জায়গাও । তার জন্যে খরচ ঘণ্টা প্রতি ৭৫ টাকা। ফুট-স্পায়ের জন্যে যাত্রীদের খরচ হবে প্রতি ১০ মিনিটে ৭৫ টাকা।

তবে রুফ টপে থাকা কফিশপের মাধ্যমে যাত্রীরা কফিকাপে চুমুক দেওয়ার পাশাপাশি প্রত্যক্ষ করতে পারবে গোটা শিয়ালদহ ষ্টেশনকে।উপভোগ করতে পানবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে।ভারতীয় রেলের এই উদ্যোগ হার মানাতে পারে বিদেশের মাটিতে থাকা কোন রেলওয়ে স্টেশনের চরিত্রকেও।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর