শিক্ষাঙ্গন বা বিদ্যালয় পরিষ্কার করতে বললে তাও নয় কথা ছিল। তাই বলে মাথার উকুন! মাস্টারমশাই বা দিদিমণির ফাই ফরমাশ খাটাটা এতদিন পর্যন্ত একরকম শিক্ষার অঙ্গ বলেই ধরে নেওায়া হত। এমনটাই ধরে নিতেন ক্যানিংয়ের পূর্ব হলাপাড়া শিশুশিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের বাবা মায়েরা। কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙল যখন তাঁরা জানতে পারলেন এই শিশুশিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকা শিক্ষা দানের বদলে, পড়ুয়াদের দিয়ে তাঁর চুলের উকুন বাছানোতেই বেশি উৎসাহী।
ফল যা হবার তাই হল। ক্ষুব্ধ অভিভাবকরা শিশুশিক্ষা কেন্দ্রে এসে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন প্রধান শিক্ষিকা পুষ্প সাঁপুইকে। শুধু তাই নয় মিড-ডে মিলে নিম্ন মানের খাবার দেওয়া থেকে শুরু করে পড়ুয়াদের এই শিক্ষা কেন্দ্রে ভর্তি না করারও অভিযোগ তাঁর বিরুদ্ধে। যদিও অভিভাবকদের বিক্ষোভের মুখে সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন এই প্রধান শিক্ষিকা। “ ঊর্ধ্বতন আধিকারিকদের নির্দেশেই আমি অন্য স্কুলের পড়ুয়াদের ভর্তি করিনি, তাই আমার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ। যাই হোক, আগামীকাল থেকে আবার এই শিক্ষাকেন্দ্রে ভর্তি শুরু হবে”, জানিয়েছেন প্রধান শিক্ষিকা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর