ইভিএম নিউজ ব্যুরো, ২২ এপ্রিলঃ (Latest News) “রক্তে কেনা স্বাধীন দেশে এমন পুকুরচুরি, সকাল সাজে নিত্যদিনই ঘটছে ভুরি ভুরি “। যত রহস্য পুকুরেই। শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে জীবন কৃষ্ণের পর এবার সিবিআইয়ের নজর নদীয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার দিকে। শুক্রবার বিধায়কের অফিস এবং বাড়ি উভয় জায়গাতেই তল্লাসি চালায় কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা। বাজেয়াপ্ত করা হয় তার মোবাইল ফোন। উদ্ধার হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও।
গত উনিশে এপ্রিল সরকারি চাকরি বিক্রির অভিযোগে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপসের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতার উচ্চ আদালত। সেই মোতাবেক শুক্রবার তার বাড়িতে হানা দেয় ৬ সদস্য বিশিষ্ট সিবিআইয়ের একটি দল। জীবন কৃষ্ণের মতো তাপসের বাড়ির সামনে থাকা পুকুরকে ঘিরেও দানা বেঁধেছে নানা রহস্য। কারণ তার বাড়ির সামনের পুকুর পাড়েও মিলেছে বেশ কিছু পোড়া নথি। (EVM News)