পাঠানের পর এবার নয়া চমক দিতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। অ্যাটলি নির্মিত ছবি ‘জওয়ান’ ঘিরে প্রত্যাশা তুঙ্গে দর্শকদের। তবে মুক্তির আগেই এবার একেবারে অন্য ঝলক ছবির। শাহরুখের নিউ লুক। চলতি বছর বেশ ভালোই কাটছে শাহরুখের। যে ছবিতে হাত দিচ্ছেন, তাতেই যেন ফলছে সোনা। পাঠানের পর আবারও এক ধামাকা দিতে চলেছে ‘জওয়ান’। কিং খানের এবছরের তালিকায় এখনও পর্যন্ত সবচেয়ে প্রতীক্ষিত হিন্দি চলচ্চিত্রগুলির মধ্যে একটি। কারণ, এটি বলিউড সুপারস্টারের চলচ্চিত্র নির্মাতা অ্যাটলির সঙ্গে প্রথম কাজও বটে

তবে ছবি মুক্তি তো দূরের কথা! তার আগেই একের পর এক চমক আসছে সামনে। খবর অনুসারে, ‘জওয়ান’ মুক্তির দু’ মাস আগেই ৩৬ কোটি টাকা আয় করেছে। কারণ, ছবিটি টি-সিরিজের কাছে ৩৬ কোটি টাকায় তার মিউজিক রাইটস বিক্রি করেছে। আসন্ন সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচনাদার

টি-সিরিজের সঙ্গে এমন একটি লাভজনক চুক্তির মাধ্যমে ছবিটির নির্মাতারা ব্যতিক্রমী সংগীত পরিবেশনের প্রতিও নজর দিয়েছেন বলে দাবি করেছেন। অর্থাৎ জওয়ানের মিউজিক হতে চলেছে একটু অন্য ধরনের যা সারাদেশের দর্শকদেরও মুগ্ধ করবে বলে আশা করছেন ছবির নির্মাতারা।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর