ইভিএম নিউজ ব্যুরো, ২২ ফেব্রুয়ারিঃ রাজ্যে গত ১১ বছর ধরে কর্মসংস্কৃতি ফিরিয়ে এনেছেন, তাঁদের দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই স্লোগান দিয়ে, মঙ্গলবার কলকাতার খাদ্যভবনে ডিএ-র দাবিতে কর্মবিরতি পালন করা সরকারি কর্মচারীদের যৌথসংগঠনের সঙ্গে পাল্লা দিল, তৃণমূল প্রভাবিত রাজ্যসরকারি কর্মচারী সংগঠন। কিন্তু তার ২৪ ঘন্টা আগেই, দুদিনের এই কর্মবিরতি উপলক্ষে কার্যত উল্টো ছবি দেখা গেল, বাঁকুড়ায়। গোটা রাজ্যের সঙ্গেই সোমবার কর্মবিরতির প্রথমদিনে স্কুলে এসে হাজিরা খাতায় সই করেও ক্লাস করেননি।
বাঁকুড়ার শালডিহা হাইস্কুলের ৩৭ জনের মধ্যে ৩৩ জন শিক্ষক। এবং কর্মবিরতি চলাকালীনই, তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের সদস্য ওই ৩৩ জন শিক্ষক শিক্ষিকা, রীতিমতো লিখিতভাবে সংগঠন থেকে পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করলেন। এদিন স্কুলে এসে রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রামী মঞ্চের ডাকা কর্মবিরতিতে যোগ দিয়ে, তাঁদের এতদিনকার সংগঠনের নেতৃত্বের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দেন, ওই পদত্যাগী শিক্ষকশিক্ষিকারা।
যদিও তৃণমূল প্রভাবিত মাধ্যমিক শিক্ষক সমিতির অবশ্য দাবি যে সংগঠন থেকে ওই শিক্ষকশিক্ষিকারা পদত্যাগের কথা ঘোষণা করেছেন, সেই নামে তৃণমূলের কোনও শিক্ষক সংগঠনই নেই। তবে উদ্ভূত এই পরিস্থিতির সংক্রমণ অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়লে, ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মচারী তথা শিক্ষকদের আন্দোলনের ঝাঁঝ যে আরও বাড়বে, তেমনটাই মনে করছে বাঁকুড়ার রাজনীতির বিশ্লেষকদের একটা বড় অংশ।