শনিদেব কে দিয়ে অজানা কিছু তথ্য:
৯- এ নবগ্রহ, আর নবগ্রহের মধ্যে আমাদের সবচেয়ে সুপরিচিত গ্রহটি হল শনি বরফে শ নঈশ্চ র । ‘শনির দৃষ্টি’ বা ‘ শনির দশা’ কথাটা যত অশুভ ও অমঙ্গল এর সমার্থক শব্দ। এমনই শনির কুখ্যাত। যার দৃষ্টিতে গণেশের মতো দেবতার মুন্ডু উড়ে যেতে পারে তার কাছে মানুষ তো কোন ছাড়। কিভাবে দেবতা গণেশের মুন্ডু উড়ে গেল জানব তার ইতিহাস।
ব্রম্ভবৈবর্তঃ পুরানের গণেশের জন্মকাহিনীর সঙ্গে শনির যোগের কথা বলা আছে। উক্ত পুরাণ মতে শনি আদৌ কুদৃষ্টি নিয়ে জন্মাননি। বরং স্ত্রী র অভিশাপই তার কুদৃষ্টির কারণ। একদিন শনি ধ্যান করছিলেন এমন সময় তার স্ত্রী সুন্দর বেশভূষা করে এসে তাঁর কাছে সঙ্গম প্রার্থনা করলেন। ধ্যানমগ্ন শুনি কিন্তু স্ত্রীর দিকে ফিরেও চাইলে না। অতৃপ্তকাম পত্নী তখন শনিকে অভিশাপ দিলেন। “আমার দিকে ফিরেও চাইলে না তুমি! যাও অভিশাপ দিলুম, এরপর থেকে যার দিকেই চাইবে সে- ই ভস্ম হয়ে যাবে। এরপর ঘটনাচক্রে গণেশের জন্ম হলো। সকল দেবদেবীর সঙ্গে শনি ও গেলেন গণেশ কে দেখতে। কিন্তু স্ত্রীর অভিশাপের কথা স্মরণ করে তিনি গণেশের মুখের দিকে তাকালেন না। পার্বতী শনির এই অদ্ভুত আচরণের কারণ জিজ্ঞাসা করলে শনি অভিশাপের বৃত্তান্ত খুলে বলেন। কিন্তু পার্বতী সে কথা বিশ্বাস করলেন না। তিনি শনিকে পীড়াপীড়ি করতে শুরু করলেন। বারংবার অনুরোধের পর শনি শুধু আর চোখে একবার গণেশের দিকে তাকিয়ে ছিলেন। তাতেই গণেশের মুন্ডু দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। (EVM News)