লোন

রাজীব ঘোষ, ২৪ সেপ্টেম্বর: লোন শোধ না করলে কড়া ব‍্যবস্থার ঈঙ্গিত RBI-এর

ব্যাঙ্ক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ না করার নজির রয়েছে বহু। বিজয় মাল‍্য, ললিত মোদী থেকে শুরু করে দেশের একাধিক শিল্পপতি, যারা বহু ব্যাঙ্ক থেকে কোটি কোটি টাকার লোন নিয়ে ভারত ছেড়ে বিদেশে গিয়ে বহাল তবিয়তে বসে রয়েছেন। ক্ষতি করেছেন ভারতীয় অর্থনীতির। তবে এখনও পর্যন্ত এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে সেই অর্থে কোনও পদক্ষেপ দেখা গেল না। আর এই ধরনের ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে এবার আর বি আই কড়া পদক্ষেপ নিতে চলেছে।

লোন নিলে ছুতোনাতা দিয়ে টাকা তোলা যাবে না: RBI

RBI ইচ্ছাকৃতভাবে যারা ঋণ পরিশোধ না করে সেই টাকা অন্য কোথাও ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে নতুন খসড়া তৈরি করেছে। সেই খসড়ায় জানানো হয়েছে, ২৫ লক্ষ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রয়োগ করা হবে।

নতুন কোনও লোন দেওয়ার আগে এই ধরনের ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তাদের পুরনো NPA-র খাতার হিসাব সম্পূর্ণ Clear করতে হবে। কোনও অ্যাকাউন্ট NPA হওয়ার ৬ মাসের মধ্যেই সেই নামে উইলফুল ডিফল্টারের (Willful Defaulter) স্বীকৃতি লাগিয়ে দিতে হবে। আর এই তকমা একবার দেওয়া হয়ে গেলে সেই লোন ডিফল্টারের ভবিষ্যতের ঋণ নেওয়ার ক্ষেত্রে কার্যত সমস্ত পথ বন্ধ হয়ে যাবে।

RBI জানাচ্ছে, এই ধরনের ব্যক্তিরা আর কখনোই ঋণ নিতে পারবেন না। NBFC গুলিও এই নিয়ম মেনে উইলফুল ডিফল্টারের ট্যাগ দিতে পারবে। RBI-এর তরফে বলা হয়েছে, এই কড়া নির্দেশের লক্ষ্য হলো যারা ইচ্ছা করেই লোন পরিশোধ করছেন না তাদের সেই প্রবণতাকে বন্ধ করা। ৩১ শে অক্টোবর পর্যন্ত এই খসড়ায় পরামর্শ ও মতামত গ্রহণ করা যাবে। এছাড়াও ব্যাঙ্কগুলিকে পর্যালোচনা কমিটি গঠন করে দেখতে হবে, কেন সেই ঋণগ্রহীতা কিস্তির টাকা দিচ্ছেন না। তারপরে ১৫ দিন সময় দেওয়ার জন্য নোটিশ পাঠাবে ব্যাঙ্ক।আলাদাভাবে ঋণগ্রহীতাকে তার যুক্তি শোনার জন্য সুযোগ দেওয়া হবে।  ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর