লেপচা জগতের মূল আকর্ষণ পাইনের জঙ্গল, গাছগুলির বয়স শতাধিক

 ইভিএম নিউজ ব্যুরো, ১৫ এপ্রিলঃ ভয়ংকর তাপপ্রবাহের কবলে গোটা দক্ষিণ বঙ্গ। ইতিমধ্যে মেদিনীপুর ও ঝাড়গ্রাম-এর তাপমাত্রা ৪০ ডিগ্রি স্পর্শ করেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন আবহাওয়ার কোন পরিবর্তন হবে না। আগামী ১৮ই এপ্রিলের পর থেকে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত  করা হয়েছে।  এই ভয়ংকর পরিস্থিতির থেকে অনেকটাই স্বস্তি মিলবে উত্তরবঙ্গের পাহাড়ে। দার্জিলিং এর জনপদ লেপচাজগৎ পর্যটকদের ভিড় থেকে একেবারে দূরে শান্ত নিরিবিলিতে কাটানোর দুর্দান্ত জায়গা। এখানকার মূল আকর্ষণ পাইনের জঙ্গল। পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার  অভিজ্ঞতা  পর্যটকদের কাছে এক দুর্দান্ত অ্যাডভেঞ্চার। এক একটি পাইন গাছের বয়স ১০০ বছরেরও বেশি। এখান থেকে খুব দূরে নয় দার্জিলিং ও ঘুম। গাড়ি করে অনায়াসে চলে যাওয়া যাবে সেখানে। থাকার জন্য ব্যবস্থা রয়েছে লেপচা জগতে। বেশ কিছু হোম স্টে রয়েছে। সেখানে নিশ্চিন্তে দিন দুয়েক কাটিয়ে দেওয়া যেতে পারে। নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে নেমে সেখান থেকে ভাড়ার গাড়ি ধরে সোজা চলে যেতে হবে দার্জিলিং মোড়।  দার্জিলিং মোড় থেকে সুকিয়াপখরি যাওয়ার  গাড়ি মিলবে। সুকিয়াপখরির রাস্তাতেই রয়েছে লেপচাজগৎ। প্রকৃতি তার অপার সৌন্দর্যের ভান্ডার সাজিয়ে রেখেছেন এখানে। তাই ভ্রমণ পিপাসুদের এক চমৎকার গন্তব্য হতে পারে এই লেপচাজগৎ।(EVM News)ভারতে এইবছর গ্রীষ্মের তাপমাত্রা পৌঁছতে পারে ৫০ ডিগ্রীতে

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর