ইভিএম নিউজ ব্যুরোঃ মাদাগাস্কারের মরিশাস দ্বীপের বিলুপ্ত প্রাণীর খোঁজে নতুন উদ্যোগ নিল গবেষকরা। এই প্রাণীর নাম ডোডো। প্রায় চারশো বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এই প্রজাতির পাখি। এই পাখিগুলিকে দেখতে অনেকটা হাঁসের মতোই। তবে আকারে হাঁসের চেয়ে বড়। ডানাগুলো ছোট হওয়ার জন্য উড়তে পারে না।
সম্প্রতি কলোসেল বায়োসায়েন্স নামক এক সংস্থা হারিয়ে যাওয়া ‘ডোডো’-কে ফিরিয়ে আনতে তৎপর। সেই সংস্থার দাবি, ডিএনএ অনুসন্ধানের মাধ্যমে তারা এই অসম্ভবকে সম্ভব করে তুলবে বলে জানিয়েছেন। কিন্তু কীভাবে সম্ভব?
বর্তমানে বিলুপ্ত প্রাণীদের ফিরিয়ে আনার জন্য বিশ্বে নানান গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। সেইরকমই ডোডো পাখিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ‘স্টেম সেল’ প্রক্রিয়ার ব্যবহার করছেন গবেষকরা। এই গবেষণার ক্ষেত্রে সর্বশেষ যে পাখিটির কোষ মিলেছে তার সঙ্গে পায়রার জিনের মিল খুঁজে পাওয়া গেছে। তাই গবেষকরা আশা করছেন পায়রারর দেহে যদি ডোডোর জিন প্রতিস্থাপন করা হয়, তাহলে কিছু মিরাকেল হতে পারে।
১৫৯০-এর শেষে মরিসাশে একদল মানুষ আসতে থাকে। তাদের সঙ্গে সঙ্গে আসে ইঁদুর, শূকররা। এতো অচেনা প্রাণীদের দেখে ডোডো পাখিরা ভয় পায়নি। উপরন্তু, তাঁদের কাছে পোষ মানতে শুরু করে। আর এটাই হল তাদের কাল। তাদের এই ভুলের খেসারত দিতে গিয়েই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় ডোডো-রা।