ইভিএম নিউজ ব্যুরো, ১৫ ফ্রেব্রুয়ারিঃ কিছুদিন আগেই জম্মু-কাশ্মীরের বিয়াসিতে লিথিয়ামের সন্ধান পাওয়ার কথা জানা গিয়েছিল, কেন্দ্রীয় সরকারের তরফে। আর তারপর থেকেই বাতাসে উড়তে শুরু করেছিলো, স্বস্তির এক বার্তা। তবে কি লিথিয়াম রফতানিতে চিনের একচেটিয়া দখলদারির দিন শেষ হতে চলেছে? সেই স্বস্তির বার্তা আরো জোরালো হল, রাজস্থানের উদয়পুরে, আবারও এই বিরল খনিজসম্পদের হদিশ পাওয়ার খবরে।

রসায়ণবিদ ও চিকিৎসাবিজ্ঞানের বিশেষজ্ঞদের দাবি আগামীদিনে এই লিথিয়াম উৎপাদন চালু হলে দেশের বাজারে দুরারোগ্য ক্যান্সারের ওষুধের দাম কমবে। একইসঙ্গে লিথিয়াম আমদানির ব্যাপারে চিনের ওপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরশীলতার পথে আরও এককদম এগিয়ে যাবে ভারত।সূত্রের খবর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় খনিমন্ত্রকের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, সরকারের একাধিক মন্ত্রকের কর্তারা।

প্রসঙ্গত, ক্যানসারের জন্য উপযোগী ‘রেয়ার আর্থ মেটিরিয়াল’ যার রফতানিতে ভারতের থেকে ৯৫ শতাংশ এগিয়ে রয়েছে চিন। অনুমান করা হচ্ছে, রাজস্থানের পালি, উদয়পুর, জালোরে এই মিনেরাল রেয়ার আর্থ এলিমেন্ট (Mineral Rare Earth Element) পাওয়ার সম্ভাবনা যেভাবে বাড়ছে, তাতে অদূর ভবিষ্যতে ভারত ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে বিশ্বের অন্যতম চালকের ভূমিকায় উঠে আসবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর