ইভিএম নিউজ ব্যুরোঃ বালুকারাশির ওপরে বিরল শিল্পপ্রতিভায় বিনম্র শ্রদ্ধা। মৃত্যুবার্ষিকীতে ভারতীয় সঙ্গীতের চিরকালীন নাইটিঙ্গল লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানালেন ওড়িশার প্রখ্যাত বালুকাশিল্পী সুদর্শন পট্টনায়ক। গতবছর এই ৬ ফেব্রুয়ারি তারিখেই গোটা দেশকে শোকস্তব্ধ করে অমরধামে পাড়ি দিয়েছিলেন সঙ্গীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। আটদশকের সুদীর্ঘ সঙ্গীতজীবনে দেশবিদেশের ৩৬ টি ভাষায় কয়েকহাজার গান গেয়ে মুগ্ধ রেখেছিলেন কোটি কোটি সঙ্গিতরসিককে। সেই মুগ্ধতা যেন আবহমান হয়ে রয়েছে মৃতুর এক বছর পরেও। আর সেই মুগ্ধ-শোককেই স্মরণ করলেন দেশের প্রখ্যাত বালুকাশিল্পী সুদর্শন। পুরীর সমুদ্রসৈকতের বালিয়াড়ির ওপর তৈরি করলেন ৬ ফুট উঁচু লতা মুঙ্গেশকরের এক ভাস্কর্য। নীচে বিনম্র শ্রদ্ধায় লিখে দিলেন, শিল্পীর অবিস্মরণীয় সেই গান ‘মেরি আওয়াজ হি। পেহচান হ্যায়…’। অসাধারণ সেই শ্রদ্ধার্ঘ্য দেখতে সকাল থেকেই ভিড় উপচে পড়ল, পুরীর সমুদ্রসৈকতের বালুকাবেলায়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর