অরূপ পাল, ৬ মার্চঃ শেষ ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে জয়ের ফলে আইএসএল টুর্নামেন্টের ফাইনালে ওঠার রাস্তা তৈরি হয়েছে এটিকে-মোহনবাগানের  সামনে। বৃহস্পতিবার প্লে-অফের ম্যাচে প্রতিপক্ষ হায়দরাবাদ এফসিকে হারাতে পারলেই ফাইনালে ওঠার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যাবে মোহনবাগান।

গ্রুপ লিগের ম্যাচে ঘরের মাঠে জয় পেলেও অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসির কাছে হারতে হয়েছিল সবুজ মেরুন শিবিরকে। তবে বাগান কোচ ফেরান্দোর কাছে সেই সব এখন অতীত। বরং সব কিছু ভুলে গিয়ে লক্ষ্মীবারের ম্যাচে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে জয় ছাড়া অন্য কিছু ভাবতে নারাজ বাগান কোচ।

কেবল   ওড়িশা এফসির বিরুদ্ধেই নয়, কেরালা ব্লাস্টারস ও ইস্টবেঙ্গলের বিপক্ষেও দুরন্ত ফুটবল উপহার দিয়েছিল সবুজ মেরুন ফুটবলাররা। সেই ধারাবাহিকতা বজায় রেখেই হায়দরাবাদ এফসিকে বধ করার পরিকল্পনা রয়েছে বাগান কোচ জুয়ান ফেরান্দোর। আর সেই লক্ষ্যেই সোমবার অনুশীলনে নেমে পড়েছেন সবুজ মেরুন শিবিরের ফুটবলাররা।

হায়দরাবাদ এফসি ম্যাচে চোটের জন্য খেলতে পারবেন না তারকা ফুটবলার আশিক কুরুনিয়ান। তবে গোলরক্ষক বিশাল কাইথ চোট সারিয়ে অনুশীলনে নেমে পড়ায় স্বস্তি বাগান শিবিরে। বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে খেলার পর ১৩ই মার্চ ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে মোহনবাগান। এখন দেখার দুই পর্বের ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে মোহনবাগান আই এস এল টুর্নামেন্টের ফাইনাল খেলার ছাড়পত্র সংগ্রহ করতে পারে কিনা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর