ব্যুরো নিউজ, ২০ অক্টোবর: লক্ষ্মীবারে লক্ষী লাভ! বিনিয়োগ কোন স্টকে?
আজ বিনিয়োগকারীদের পকেট ভরিয়েছে ফিনোটেক্স কেমিক্যালস লিমিটেডের স্টক। সকাল থেকে ৫ শতাংশের বেশি বেড়েছে। আবার গত ৩ বছরে এই স্টকটি প্রায় ১০০০ শতাংশের কাছাকাছি রিটার্ন দিয়েছে। কারা বানিয়েছিল পিরামিড? বর্তমানে স্টকটির দাম ৩২২ টাকা। গতকাল পর্যন্ত ২০০ দিনের মুভিং অ্যাভারেজ রয়েছে ২৮৫.৮৫ টাকা, যেখানে ৫০ দিনের মুভিং অ্যাভারেজ রয়েছে ৩১০.৪৪ টাকা। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ফিনোটেক্স কেমিক্যালস লিমিটেড। এটি টেক্সটাইল, নির্মাণ, সার, চামড়া ও পেইন্ট সেক্টরে ব্যবহৃত সহায়ক ও বিশেষ রাসায়নিক উৎপাদন করে। এই কোম্পানিতে আশিস কাচোলিয়ারেরতি২.৮৩ শতাংশ শেয়ার রয়েছে। এই স্টকটি আবার মাল্টিব্যাগারও। গত তিন বছরে, কোম্পানিটি ৯৭৯% এর বেশি মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। ইভিএম নিউজ