অরূপ পালঃ প্লে-অফ এর দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে দল। বাকি ম্যাচগুলি তাই চাপ মুক্ত হয়ে খেলার জন্য নির্দেশ দিয়েছেন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। তা সত্ত্বেও আইএস এল টুর্নামেন্টে টানা দুটি ম্যাচে জয় অধরা ইমামি ইস্টবেঙ্গল দলের।
বুধবার সন্ধায় ঘরের মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে দুবার এগিয়ে থেকেও জয় অধরাই রইল লালহলুদ শিবিরের।
ম্যাচের পাঁচ মিনিটের মধ্যে দু-গোলে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল লিগ টেবিলে সবার নিচে থাকা নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে।কিন্তু দু-বারই সহজ সুযোগ নষ্ট করেন রিচার্ড কুলে। দশ মিনিটের মাথায় গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ক্লিইটন সিলভা। একত্রিশ মিনিটে পার্থিব গোগই গোল শোধ করেন। এর এক মিনিট পর নর্থইস্ট ইউনাইটেডকে গোল করে এগিয়ে দেন জীতিন এম এস। প্রথমার্ধের সংযুক্ত সময়ে বাই সাইকেল কিকে দুরন্ত গোল করে সমতা ফিরিয়ে আনেন জ্যাক জার্ভিস। ম্য্যাচের বাষট্টি মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ক্লিইটন সিলভা। এরপর ৮৫ মিনিটের মাথায় গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন এল খান। নর্থইস্ট ইউনাইটেড এর বিরুদ্ধে দুটি গোল করে সর্বচ্চো গোলদাতার দৌড়ে এগিয়ে ক্লিইটন।এই মরশুমে তাঁর মোট গোল সংখ্যা বারো। সতেরো ম্যাচে ষোলো পয়েন্ট সংগ্রহ করে ইমামি ইস্টবেঙ্গল এখন নবম স্থানে