ইভিএম নিউজ ব্যুরো, ২১ জুনঃ (Latest News) মৃতব্যক্তির পাশে বসে চলছে দেদার খাওয়া দাওয়া। অভিনব এই রেস্তরাঁটিতে ভিড় জমিয়েছেন ভোজন রসিকেরা। শুনে অবাক লাগছে তো?
বর্তমানে ইন্ডিয়ান, ইন্দো বিভিন্ন থিমে রেস্তোরাঁগুলিকে সাজাতে দেখা যাচ্ছে। তবে এই রেস্তোরাঁটি একেবারে অন্যরকম। যেখানে মৃতব্যক্তির পাশে বসে আরামসেই খাবার খেতে পারবেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াম ভাইরাল হওয়ার দরুণ জানা গিয়েছে এই রেস্তোরাঁটির কথা। নাম লাকি।আমেদাবাদে অবস্থিত।
জানা গিয়েছে, এই রেস্তোরাঁটির আগে এই কবরস্থানের কাছে ছিল একটি ছোট চায়ের দোকান। পরবর্তীকালে রেস্তোরাঁয় পরিণত হয় এটি। কিন্তু কবরগুলোকে কোনভাবেই সরানোর চেষ্টা করা হয়নি। উল্টে প্রতিদিন রেস্তোরাঁর কর্মচারীরা কবরগুলিকে পরিষ্কারও করেন।এবং স্থানীয়রা এই রেস্তরাঁটিকে শুভ বলেও মনে করেন। শুধুমাত্র নব্য প্রজন্মই নয়, এখনে ভিড় জমান বহু বিদেশি পর্যটকরাও। যাবেন নাকি এই অভিনব রেস্তরাঁতে? খাওয়া-দাওয়া সঙ্গে মৃত মানুষদের সঙ্গে আলাপ পরিচয় সারতে?? (EVM News)