টাকা

রাজীব ঘোষ, ১৫ সেপ্টেম্বর: রেশন দোকানেই ব‍্যাঙ্ক! টাকা জমা-তোলা থেকে আর কী কী করা যাবে?

দেশজুড়ে রেশন দোকানের ক্ষেত্রে বিরাট বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর এই পরিবর্তনের ফলে বহু পরিষেবা মিলবে শুধুমাত্র রেশন দোকান থেকেই। এমনিতে রেশন দোকান বলতে আমরা বুঝি, রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী রেশন ডিলারের কাছ থেকে নির্দিষ্ট দিনে নামমাত্র মূল্যে বা বিনামূল্যে খাদ্যশস্য সংগ্রহ করে আনা।

NEFT ও RTGS কোনটি নিরাপদ? কীভাবে টাকা পাঠাবেন?

এবার থেকে আর রেশন দোকান থেকে শুধু চাল, ডাল, গম, তেল আনা হবে না। পাশাপাশি বহু পরিষেবাও মিলবে এই রেশন দোকানে। কেন্দ্রীয় সরকার রেশন দোকানগুলিকে কমন সার্ভিস সেন্টারে (Common Service Center) পরিবর্তন করতে চলেছে। আর তার ফলে রেশন দোকানগুলিতে ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে এলপিজি সিলিন্ডার বন্টনের পরিষেবাও পাওয়া যাবে। খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ বাস্তবায়িত করতে চলেছে। এর ফলে পশ্চিমবঙ্গের ২০ হাজারের বেশি রেশন দোকানে ন্যায্য মূল্যে চাল, গম, তেলের পাশাপাশি বহু জনকল্যাণমূলক পরিষেবা মিলবে।  ফলে রাজ্যের ৮ কোটি ৮০ লক্ষ রেশন উপভোক্তা উপকৃত হবেন। পাশাপাশি, বাড়তে চলেছে রেশন ডিলারদের উপার্জন।

এই প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘রেশন দোকানে অতিরিক্ত পরিষেবা চালু হোক এটা তারাও চান। তবে কেন্দ্রের দেওয়া প্রস্তাবকে তারা খতিয়ে দেখবেন ও মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলে কেন্দ্র-রাজ্য মিলে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে’।

ব‍্যাঙ্ক দেউলিয়া হলে আপনার টাকার কী হবে?

প্রসঙ্গত, কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে ঝাড়খন্ড, বিহার, হরিয়ানা ও উত্তরপ্রদেশের মত বেশ কিছু রাজ্যে রেশন দোকানগুলিতে একাধিক এই ধরনের পরিষেবা পাওয়া যায়।

গ্লোবাল ব‍্যাঙ্কার রিপোর্টে শীর্ষে RBI | অভিনন্দন মোদীর

কী কী পরিষেবা পাওয়া যাবে রেশন দোকান থেকে? (Which Service Available in Ration Shop):
ব্যাঙ্কিং পরিষেবা (Banking Service), নতুন অ্যাকাউন্ট খোলা, টাকা জমা-তোলা, লাইফ ইন্সুরেন্স ও পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের পরিষেবা, আধার কার্ড ও প্যান কার্ডের যাবতীয় কাজ, এলপিজি সিলিন্ডার ডেলিভারি, স্বল্প খরচে Wi-Fi পরিষেবা।

রেশনে এই ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার জন্য প্রতিটি রেশন ডিলারদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট (India Post Payment Bank) ব্যাঙ্কের সঙ্গে যুক্ত করা হবে। এই উদ্যোগকে রাজ্যের রেশন ডিলাররা স্বাগত জানিয়েছেন। রেশন ডিলারদের কথায়, বর্তমানে রেশন ব্যবসায় বাজার খারাপ। তাই উপার্জন যাতে বাড়ে তাই তাদের তরফ থেকে কেন্দ্রকে অনুরোধ করা হয়েছিল। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর