ইভভিএম নিউজ ব্যুরোঃ বুধবার সকালে রাস্তার ধারে এক পুলিশ কনস্টেবলের মৃত দেহ রাস্তায় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। স্থানীয় বাসিন্দারা বারুইপুর-জয়নগর রোডের কাছে কীর্তনখোলা মহাশ্মশা্নের সামনে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে নিকটবর্তী বারুইপুর থানায় খবর দিলে, তাঁরা এসে দেহটিকে সনাক্ত করেন ।

জানা যায় , মৃত পুলিশ কর্মী বারুইপুর থানার ফুলতলার কাছে একটি পুলিশ ক্যাম্পে পোস্টিং ছিলেন তিনি। তাঁর দেহ উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ । মৃত পুলিশ কর্মীর নাম দিগম্বর সোরেন , বাড়ি হুগলীর পান্ডুয়ায় । নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ।
বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, “ দেহ উদ্ধার করে আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ । আজই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। খুন, দুর্ঘটনা না কি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।”

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর