ইভিএম নিউজ ব্যুরোঃ বিগত কয়েক বছরে যে হারে নিত্যপ্রয়োজনীয় রান্নার গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে ,তাঁতে কপালে ভাঁজ পড়েছে মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে আগামী দু-তিন বছর বিষয়টি ম্যানেজ করার পরামর্শ দেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি। তিনি বলেন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলে তবেই দেশে এলপিজি গ্যাসের দাম কমানো সম্ভব।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বাজার দর মেট্রিক টন প্রতি ৭৫০ মার্কিন ডলার। ভারতীয় মূল্যে যা আনুমানিক ৬০ হাজার টাকার কাছাকাছি। কেন্দ্রীয় মন্ত্রীর মূল্যায়ন, আগামী দিনে গ্যাসের উপযোগিতা বৃদ্ধির কারণে এই চড়া দামের ব্যাপারটা থাকবেনা।
পাশাপাশি তিনি বলেন, সরকার আর্থিক ভাবে পিছিয়ে পড়া অংশ কিংবা অন্যান্য উপভোক্তাদের প্রয়োজনীয়তা সম্বন্ধে অবগত । এই বিষয়ে তার ব্যাখ্যা , “ আমরা দেশের অভ্যন্তরে এলপিজির দাম বৃদ্ধি হতে দিইনি । সৌদি চুক্তির দর কিন্তু এই সময়ের মধ্যে প্রায় ৩৩০% বেড়ে গিয়েছে। সেই তুলনা করলে দেখা যাবে ভারতে দাম বৃদ্ধি অনেকটাই কম”।
বৃহস্পতিবার পার্লামেন্টে ওঠা এল পি জি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি ইস্যুতে মন্ত্রীর কথায়, “ সৌদি চুক্তির মূল্য কিছুটা হ্রাস পেলে গৃহে ব্যবহৃত সিলিন্ডারের দাম আরও কমানো সম্ভব হত।”

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর