ইভিএম নিউজ ব্যুরো, ৯ অগাস্টঃ (Latest News) লোকসভা ভোটের আগে ফের ধাক্কা বিরোধীদের। I. N. D. I. A জোটের সাংসদদের প্রবল বিরোধীতার মধ্যেই সোমবার রাজ্যসভায় পাশ হয়ে দিল্লী অর্ডিন্যান্স বিল। রাজ্যসভার সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি, ডি এমকে সাংসদ তুরুচি শিবা, আপ সাংসদ রাঘব চাড্ডাদের প্রবল বিরোধিতার পরেও এদিন ভোটিং স্লিপের মাধ্যমে বিলের পক্ষে মত দান করেন মোট ১৩১ জন এবং এই বিলের বিপক্ষে ভোট দান করেন ১০২ জন সাংসদ ।

কেন্দ্রীয় সরকারের তরফে বিলটিকে সমর্থন করেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। প্রাক্তন বিচারপতির মতে এই বিল কখনোই দেশের সংবিধান বিরোধী অথবা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী নয়। গগৈয়ের এই বক্তব্যের পরই রাজ্যসভা থেকে ওয়াক আউট করার সিদ্ধান্ত নেন জয়া বচ্চন, প্রিয়াঙ্কা চতুর্বেদী, সুস্মিতা দেবরা। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রসঙ্গে বলেন,’ রাজনৈতিক স্বার্থের জন্যই দিল্লি অর্ডিন্যান্স বিলের বিরোধিতা করছে বিরোধীরা’। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর