আদর্শ আচরণ বিধি চালুর পরই পদক্ষেপ কমিশনের
ব্যুরো নিউজ, ১৮ মার্চ, শর্মিলা চন্দ্র: লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে। এবার আদর্শ আচরণবিধি লাগু হতেই রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরাল জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তার নির্দেশে জানিয়েছে, নির্বাচন সংক্রান্ত কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না তিনি। তাঁর জায়গায় রাজ্যের নতুন ডিজিপি হচ্ছেন বিবেক সহায়।
গত ডিসেম্বরে রাজ্য পুলিশের ডিজি হিসাবে নিয়োগ করা হয় রাজীব কুমারকে। এর আগে কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেছেন রাজীব কুমার। তাঁর বিরুদ্ধে সারদাকাণ্ডের তদন্তের নামে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে। যার জেরে সিবিআইয়ের জেরার মুখে পড়েছেন তিনি। এর আগের ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় রাজীবকে তদানীন্তন পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর ২০১৯ সালের লোকসভা ভোটের সময়েও রাজীবকে ডেপুটেশনে দিল্লি পাঠিয়ে দেয় কমিশন। এবার ২৪ এর নির্বাচনেফ আগে ডিজির পদ থেকে সরানো হল রাজীব কুমারকে।