ইভিএম নিউজ ব্যুরো, ২৫ জুনঃ(Latest News) দার্জিলিং শহরে ভগবান জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে ধুমধাম এর সঙ্গেই। সকালে জগন্নাথ মন্দির থেকে পূজো, অলংকরণ ইত্যাদি শেষে বের হয় রথ। নেপালের বিখ্যাত নারীদের নৌমতি দল, তরাই থেকে আসা ভজন দল এবং স্থানীয় ভক্তরা অংশ নেন। দার্জিলিং শহর পরিক্রমা করে সেই সুসজ্জিত রথ। এই রথযাত্রার ব্যাপারে বিস্তারিত জানালেন রথযাত্রা আয়োজক কমিটির সদস্য নরেন্দ্র শর্মা।

কঠোর প্রশাসনিক নিরাপত্তার মধ্যে পরিচালিত রথযাত্রার সময় ভক্তরা ভগবান জগন্নাথ দর্শন করলেন। রথের রশি টানার জন্য অসীম উৎসাহও ছিল পুণ্যার্থীদের মধ্যে।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর