ইভিএম নিউজ ব্যুরো, ২৯ এপ্রিলঃ প্রয়াত হলেন ঐতিহাসিক রণজিৎ গুহ। শনিবার ভোররাতে অস্ট্রিয়ায় নিজভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক রণজিৎ গুহ, এবং তার এই ইতিহাস চর্চার প্রভাব পড়ে সারা পৃথিবী জুড়ে।
১৯২৩ সালের ২৩ মে বাংলাদেশের বরিশালের বাখরগঞ্জের সিদ্ধকাটি গ্রামে জন্ম গ্রহণ করেন। কলকাতায় এসে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত হন। সিপিআই-এর সক্রিয় সদস্য হিসেবে রাজনীতিতে যোগ দেন তিনি। প্রেসিডেন্সি কলেজের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন তিনি।
১৯৪৭ সালে প্যারিসে বিশ্ব ছাত্র সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। এরপর দলের প্রতিনিধি হিসাবে সাইবেরিয়া, উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও চিন সফর করেন। ১৯৫৬ সালে বিদেশ থেকে ফেরার পর হাঙ্গেরিতে সোভিয়েত অনুপ্রেবেশের বিরোধিতায় তিনি দল ছেড়ে দেন। ১৯৫৯ সালে এ দেশ ছাড়ার পরে ব্রিটেনের ইউনিভার্সিটি অব সাসেক্স, অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে তিনি অধ্যাপনা করেন।
তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষবার্তায় তিনি লিখেছেন ‘প্রবাদ প্রতিম ঐতিহাসিক রণজিৎ গুহর মৃত্যুতে আমি আমার গভীরতম শোক প্রকাশ করছি’।(EVM News)