ইভিএম নিউজ ব্যুরো, ১৫ ফ্রেব্রুয়ারিঃপ্রগতিশীলতার পথে নতুন ধাপ। রক্ষণশীলতাকে ভেঙ্গে, চলতি বছরেই মহাকাশে মহিলা মহাকাশচারী পাঠাবে সৌদি আরব। আলি আল কারলি নামের এক পুরুষ নভোশ্চরের সঙ্গে মহাকাশে যাবেন রায়ানা বরনৌই নামে এক মহিলা মহাকাশচারী। আরবীও ইতিহাসে এই প্রথম কোন ইসলামিক দেশ থেকে কোনও মহিলা নভোশ্চারী যাচ্ছেন মহাকাশে পাড়ি দিতে চলেছেন।
উল্লেখ্য, মহাকাশযুদ্ধে রাশিয়া ও আমেরিকার একচেটিয়া আধিপত্যকে রুখতে মরিয়া হয়ে উঠেছে চিন। আর সেই তালিকায় নিজেদের স্থান উজ্জ্বল করতে চাইছে আরবের দেশগুলিও। এইরকম পরিস্থিতিতে সৌদি আরবের এই সিদ্ধান্ত তাদের প্রতি রক্ষণশীল ভাবমূর্তিকেও বদলাবে বলেই মনে করছে অনেকেই।
আগামী ২০৩০ সালে মহাকাশে অভিযান করার সিদ্ধান্ত করেছিল সৌদি আরব । তবে সব দিক ঠিক থাকলেই চলতি বছরের দ্বিতীয়ার্ধেই হবে ওই অভিযান জানিয়েছে সৌদি স্পেস কমিশনার।