কাগজে

ব্যুরো নিউজ, ২ অক্টোবর: ‘আমার দিদিকে মেরে ফেলেছে ডাক্তার’ | রক্ত দিয়ে কাগজে লিখে ভয়ঙ্কর প্রতিবাদ যুবতীর

হাতে ব্লেড দিয়ে আঙুল কাটছে, গলগলিয়ে বেরোচ্ছে রক্ত। আর সেই রক্তেই তৈরী হচ্ছে প্রতিবাদ। রবিবার সকালে এমনই নজিরবিহীন দৃশ্য দেখা গেল কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে রবিবার উত্তাল হয় হাসপাতাল চত্বর।

দেশরত্ন বেগম জিয়ার আরগ্য কামনায় প্রার্থনা

শনিবার জ্বর নিয়ে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি হন কৃষ্ণনগরের পূজা সরকার। পরিবারের অভিযোগ, তারপর থেকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় পূজাকে। রবিবার সকালে শরীর আরও খারাপ হওয়ায় একটি ইনজেকশন দেওয়া হয়। তারপরই নেতিয়ে পড়ে পূজা।

প্রত্যক্ষদর্শীদের কথায়, মেজদিদির মৃত্যুর খবরে ছোট বোন শিউলি হাসপাতাল চত্বরে ব্লেড দিয়ে আঙুল চিড়ে রক্ত দিয়ে সাদা কাগজে লেখেন, ‘আমার দিদিকে মেরে ফেলেছে ডাক্তার’। ভয়ঙ্কর এই দৃশ্য দেখে ভিড় জমে যায় হাসপাতাল চত্বরে। কোনওভাবেই তাঁকে আটকানো যাচ্ছিল না। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। অভিযোগ লিখিত আকারে হাসপাতাল সুপার, সিএমওএইচকে জানিয়ে সেটি থানায় পাঠানোর পরামর্শ দেন। যদিও এখনও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর