সুস্মিতা হালদার, ১৬ মেঃ এদেশে রক মিউজিক তুলনামূলকভাবে নতুন। তবে পশ্চিমী সংগীতের এই ধারা কিন্তু এদেশেও যথেষ্ট জনপ্রিয়। রবিবার সেই রক সঙ্গীতের এক কনসার্ট হয়ে গেল বেহালায়। সরশুনার ব্যানার্জি পাড়া বেলতলা রিক্রিয়েশন ক্লাবের মাঠে আয়োজিত হল এই রক কনসার্ট। জীবন মানে রক। রক ডেন– এর অনবদ্য উপস্থাপনা।

CRAB, BROKEN WINGS, SHOBDO SORON, THE RECYCLE STARS, PFT TV র মতো রক গ্রুপের পাশাপাশি মঞ্চ মাতালেন দেবরাজ কয়াল এবং দুই অতিথি শিল্পী পর্ণা দাশগুপ্ত ও শ্রীমন্তী দাশগুপ্ত। পর্না দাশগুপ্তের গান এবং শ্রীমন্তী দাশগুপ্তের আবৃত্তি-কথকতা উপস্থিত দর্শক শ্রোতাদের অকুণ্ঠ প্রশংসা কুড়িয়ে নিল। রকের আঙ্গিকে শোনা গেল অঞ্জন দত্ত-র বিখ্যাত গান ‘ম্যারি অ্যান’। বিশুদ্ধ রকের নমুনাও পেশ করলেন শিল্পীরা। ‘তুই চিরদিন’ গানটি বাংলার রক মিউজিকের এক দিকচিহ্নই বলা চলে।

সব মিলিয়ে এক স্মরণীয় সন্ধ্যা। এক সময় শেষ হল অনুষ্ঠান। কিন্তু রেশ রয়ে গেল দর্শক শ্রোতাদের মধ্যে। অনুষ্ঠান শেষেও তাদের কন্ঠে গুনগুন করে উঠলো এদিনের অনুষ্ঠানে পরিবেশিত গানগুলো।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর