অর্পণ সেনগুপ্ত, ৮ অগাস্টঃ (Latest News) সোমবার যাদবপুরের কিশোরভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব এফসিকে ২-০ গোলে হারলো মোহনবাগান সুপার জায়ান্টস। প্রথম গোলটি আত্মঘাতী হলেও দ্বিতীয় গোলটি আসে হুগো বুমোসের পা থেকে ।

গত ম্যাচের দল থেকে মোট ৮ খেলোয়াড়কে বদলেছিলেন কোচ জুয়ান। ডিফেন্সে জুটি বেঁধেছিলেন আনোয়ার এবং হামিল। মোহনবাগান শুরু থেকে আক্রমণ করলেও পাঞ্জাব যে যোগ্য দল হিসেবেই এইবার সুযোগ পেয়েছে আইএসেলে সেটা বুঝিয়ে দিচ্ছিলো বারবার। ম্যাচের ২২ মিনিটে ডান দিক থেকে মনভিরের লো ক্রসটি সূহেলের পাওয়ার আগেই ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলে বল ঢুকিয়ে দেন পাঞ্জাব ডিফেন্ডার মেলরয়। মোহনবাগান এগিয়ে যায় ১-০ গোলে। প্রথমার্ধে খুব বেশি সুযোগ পায়নি পাঞ্জাব। প্রথমার্ধে ৫৪ শতাংশ বল পজিশন রেখেছিল মোহনবাগান।
দ্বিতীয়ার্ধে মাঠে নামেন পেট্রাটস এবং পাঞ্জাবের হয়ে নামেন ইস্টবেঙ্গলে খেলে যাওয়া স্প্যানিশ ফুটবলার জুয়ান মেরা। ৪৮ মিনিটের মাথায় গোল করে ব্যবধান বাড়ান হুগো। মাঠে নেমেই পেট্রেটস বক্সের মধ্যে পাস বাড়ান লিস্টনের উদ্দেশ্যে। লিস্টনের সেন্টারটি প্রথমে রিসিভ করতে না পারলেও দ্বিতীয় প্রচেষ্টায় বল জালে জড়ান হুগো। এর ঠিক পরের মিনিটেই পাঞ্জাবের লুকার শটটি দারুন দক্ষতায় বাঁচান বিশাল। জুয়ান মাঠে নামার পরে আক্রমনের ধার বাড়াতে থাকে পাঞ্জাব এফসি। ম্যাচের ৫৪ মিনিটে ডিফেন্ডারদের ভুলে প্রায় গোল করে ফেলেছিলেন পাঞ্জাবের লুকা। কিন্তু আবারো ত্রাতা হলেন সেই বিশাল কাইথ। প্রায় হ্যান্ডশেক দূরত্ব থেকে বাঁচালেন লুকার শটটি। বাগান রক্ষণে ইন্টারসেপশন এবং অসাধারণ ট্যাকেলের মাধ্যমে বারংবার নজর কাড়ছিলেন আনোয়ার আলি। আনোয়ার – হামিলের মধ্যে দারুন বোঝাপড়া দেখা যাচ্ছিল। তবুও দিনের শেষে ৩ পয়েন্ট পাওয়ার কারিগর হলেন বিশাল এবং আনোয়ার। ডার্বির আগে ম্যাচ জিতে মুখে চওড়া হাসি নিয়েই মাঠ ছাড়লেন জুয়ান ফার্নান্দো। আগামী ১২ তারিখের ডার্বিতে সম্ভবত ফুল টিমই নামাতে চলেছে মোহনবাগান। তাদের ১৪ আগস্টের কোলকাতা লিগের ম্যাচটি এগিয়ে ১০ তারিখ করা হয়েছে। ম্যাচটি হবে মোহনবাগান মাঠেই। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর