ব্যুরো নিউজ: মোবাইল ব্যাবহার কি বিপদজনক? মোবাইল চার্জে বসিয়ে মাথার পাশে রেখেই ঘুমিয়ে পরেন? জানেন তা কতটা ক্ষতি করছে আপনার শরীরের ?

গভীর রাত পর্যন্ত মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা। আর তারপর তা চার্জে বসিয়ে ঠিক মাথার পাশে রেখে ঘুমিয়ে পড়া। এই স্বভাব অনেকেরই আছে। কিন্তু এই অভ্যাস অত্যন্ত ক্ষতিকর। ইউজারদের এবার এই নিয়েই সতর্ক করল অ্যাপেল।

অ্যাপেলের তরফে এবার অনলাইন ইউজার গাইডে এই বিষয়ে সতর্ক করা হবে। মার্কিন সংস্থাটির দাবি, বর্তমানে রাত জেগে মোবাইলে অনলাইন গেম খেলা কিংবা ওটিটি প্ল্যাটফর্ম দেখার প্রবণতা বাড়ছে। যার জেরে মোবাইলের ব্যাটারিও দ্রুত কমতে থাকে। সমাধান হিসেবে তাই স্মার্টফোনটি চার্জ করতে করতেই হাতে ফোন ধরে থাকেন। আর অনেক সময় সেভাবেই মোবাইল হাতে ঘুমিয়ে পড়েন। যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। অ্যাপেলের তরফে বলা হয়, মোবাইল চার্জে দিয়ে কোনও সমতল স্থানে রাখা উচিত। যেমন টেবিল কিংবা আলমারির মাথা। কম্বল, বালিশ কিংবা আপনার শরীরের উপর রেখে চার্জ করা একেবারেই সঠিক পদ্ধতি নয় বলে জানায় মার্কিন সংস্থাটি। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর