ইভিএম নিউজ ব্যুরো, ৩ মেঃ ফের বঙ্গপোসাগরের বুকে মাথাচাড়া দিচ্ছে ঘূর্ণিঝড়ের প্রকোপ। আবহাওয়া সূত্রে খবর, মে মাসের দ্বিতীয় সপ্তাহেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ‘মোচা’। এমনই সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। মঙ্গলবারই এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগামী মাসে বিষুব রেখার কাছে সুমাত্রা সাগর অথবা আন্দামান সাগরে এই ঘূর্ণিঝড় ‘মোচা‘ (Mocha Cylone) তৈরি হতে পারে। এই ঘূর্ণিঝড়টি সেই সময় শক্তি সঞ্চয় করবে এবং পরে তা পরে উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে এই ঘূর্ণিঝড়টি কবে আঘাত হানবে তা এখনও স্পষ্ট নয় বলে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে,বাংলাদেশের আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এখনই এই ঝড়ের বিষয়ে নির্দিষ্ট কোনও পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। অতীতে একাধিক ঘূর্ণাবর্ত আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। আমফান, ইয়াসের তাণ্ডবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে রীতিমতো প্রভাব পড়ে। সেক্ষেত্রে নতুন করে ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব পড়বে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে এর আগেও বহুবার ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছে। ২০১৯ সালের ফণী, ২০২০-তে আমফান, এবং ২০২১ সালের ইয়াসের কথা সকলেরই নিশ্চয়ই মনে আছে। ঘূর্ণিঝড় ফণীর সঙ্গে ‘মোকা’র মিল থাকতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ফলে পরিস্থিতি মকাবিলা করতে এখন থেকেই খোলা হয়েছে কন্ট্রোল রুম । ৭ মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে বলে এমনটাই আশঙ্খা করা হচ্ছে।তবে বাংলার ওপর কতটা প্রভাব পরবে, তা নিয়ে এখনই পরিষ্কার ভাবে কিছুই জানা যায়নি।(EVM News)তীব্র গরমে কেমন আছে বাংলা?