ধেয়ে আসছে মোকা তীব্র গরমে কেমন আছে বাংলা?। আবহাওয়া সূত্রে খবর, আগামী দুদিনের মধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আবারও দুর্যোগ ঘনিয়ে আসছে। বৃহস্পতিবার  দক্ষিনবঙ্গের জেলা গুলিতে বজ্রপাত সহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের কোন পূর্বাভাস নেই। পাশাপাশি কলকাতা-সহ বাকি জেলাগুলিতে আগামী কয়েক দিন ধরে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পারে যথাক্রমে ৩৭ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিয়ে আশঙ্কার কালো মেঘ ঘনিয়েছে উপকূল সংলগ্ন রাজ্যগুলিতে। তামিলনাড়ু, ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গেও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে বলে অনুমান আবহবিদদের। আগামী সপ্তাহের শুরুর দিক বলতে আগামী সোম থেকে বুধবার অর্থাৎ ৮ মে থেকে ১০ মে-র মধ্যেই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ঘূর্ণিঝড় আদৌ আসবে কি না তা নিয়েই আনিশ্চয়তা রয়েই গিয়েছে।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর