ইভিএম নিউজ ব্যুরো, ২৭ এপ্রিলঃ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে চাদগা গ্রামের বাসিন্দা মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে হত্যা করার ঘটনায়  ক্ষোভে ফুঁসছেন  গ্রামবাসীরা।   বছর  ৩৩ এর মৃত্যুঞ্জয়কে কে গুলি করে হত্যা করল,  তা নিয়ে উঠেছে প্রশ্ন। মৃত্যুঞ্জয়ের বাবা রবীন্দ্রনাথ বর্মনের অভিযোগ, পুলিশই তার ছেলেকে খুন করেছে।

রবীন্দ্রনাথ বর্মণ জানিয়েছেন, তার ছেলে মৃত্যুঞ্জয় বিজেপির সদস্য ছিলেন। আর ঐ পরিবারেরই আত্মীয় বিষ্ণু বর্মণ বিজেপির পঞ্জায়েত সদস্য। পুলিশ বিষ্ণুকে গ্রেফতার  করতে এসেছিলেন। এইসময়  রবীন্দ্রনাথের দুই ছেলে ঘর থেকে বেড়িয়ে  এসে পুলিশের কাছে জানতে চান কেন বিষ্ণুকে গ্রেফতার করা হবে। সেই সময়েই মৃত্যুঞ্জয়কে গুলি করা হয়  গুলিবিদ্ধ অবস্থায় তাকে   কালিয়াগঞ্জ হাসপাতাল নিয়ে  আসা হলে চিকিৎসরা তাকে  মৃত  বলে ঘোষণা করেন। সকালে হাসপাতাল থেকে পুলিশ মৃতদেহ নিয়ে চলে যায় বলে অভিয়োগ।

মৃত্যুঞ্জয় রবীন্দ্রনাথের ছোট ছেলে।কর্মসূত্রে তিনি থাকেন শিলিগুড়িতে। পরিবারের একজনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তিনি নিজের গ্রাম চাদগাতে এসেছিলেন স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে।

এই মর্মান্তিক ঘটনায় শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার। আর একইসঙ্গে শোকস্তব্ধ  এবং প্রচণ্ড ক্ষুব্ধ গোটা গ্রাম। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর