ইভিএম নিউজ ব্যুরো, ১২ ফ্রেব্রুয়ারিঃ সবাই জানে, মুনমুন সেন চিরকালই সোজা কথা সোজা ভাবে বলতেই ভালোবাসেন। নিজেই এককালে বলেছিলেন, তাঁর এই স্বভাব একইসঙ্গে তার গুণ এবং দোষ। কারণ মাঝেমধ্যে তার সোজাসাপ্টা কথা বেশ বিপাকেই ফেলে সুচিত্রা কন্যাকে।
কথাবার্তার মতো তাঁর লাইফ স্টাইলও সোজাসাপ্টা, খোলামেলা। তাই এককালে প্রয়াত রাজনৈতিক নেতা সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে হোটেলের সুইমিংপুলে সাহসী বিকিনি দৃশ্যেও দেখা গেছে তাঁকে। সেই মুনমুন সেন আরেকটি বোমা ফাটালেন এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায়।
শনিবারের পড়ন্ত বিকেল বইমেলায় তখন চলছে সাহিত্য সম্মেলন আর সেই সাহিত্য সম্মেলনের আকর্ষণ অভিনয় জগতের দুই তারকা রাহুল বোস এবং অবশ্যই মুনমুন সেন।
বেশ এগোচ্ছিল সাহিত্য সম্মেলন। রাহুল মুনমুনের খুনসুটিও চলছিল। বেশ মজাই পাচ্ছিলেন দর্শক-শ্রোতারা। কিন্তু ওই, ঠোঁটকাটা হলে যা হয়। মুনমুন হঠাৎই করে বসলেন এক অভিযোগ। অভিযোগটা অবশ্য সাহিত্য সম্মেলন নিয়ে নয়, এমনকি বইমেলার উদ্যোক্তা গিল্ডের বিরুদ্ধেও নয়।এক পরিচালকের বিরুদ্ধে। অথবা হয়তো তাঁর নিজের বিরুদ্ধেই।
মুনমুন কি বললেন জানেন? কোন এক সময় কোন এক পরিচালক নাকি চেয়েছিলেন যে মুনমুন নগ্ন হয়ে সমুদ্র সৈকতে দৌড়বেন। আবার সেটা নাকি মুনমুন ভেবেছিলেন। অর্থাৎ তিনি যা বলতে চাইলেন তা হল, তিনি ভুল করে ভেবেছিলেন যে ওই পরিচালক তাঁকে নগ্ন হয়ে সমুদ্র সৈকতে দৌড়তে দেখতে চান।
কি বলবেন মুনমুনের এই ভাবনাকে? মজা করে ভ্রান্তিবিলাস বলা যায় বোধ হয়। উপস্থিত দর্শক শ্রোতারা একটু বিহ্বল। এটা তো সোশ্যাল মিডিয়া নয় যে একটা ইমোজি দিয়ে দায় সেরে দেওয়া যাবে! কিভাবে রিঅ্যাক্ট করা উচিত, অর্থাৎ প্রতিক্রিয়া জানানো উচিত, ভেবেই অস্থির তখন সবাই।
কিন্তু মঞ্চে তখন যে রয়েছেন আর এক সরস ব্যক্তি- রাহুল বোস। পরিস্থিতি চটপট সহজ করে তুললেন তিনি। রাহুলের পাল্টা উক্তি, সমুদ্র সৈকতে ন্যূনতম পোশাক করে দৌড়তে তার নিজের বেশ ভালই লাগবে।
কিন্তু রাহুলের সেই বক্তব্য যে একেবারেই লুজ বল, সেটা বোঝেননি উপস্থিত কেউই। শুধু মুনমুন বুঝেছিলেন। আর সঙ্গে সঙ্গেই সপাটে ব্যাট চালালেন একেবারে বাউন্ডারি।
মুনমুনের জবাব, “তোমার তো ফিগারটাই ঠিক নয়”।
মানতে হবে, মানতেই হবে। ঈশ্বরের সৃষ্টির ধারা এমনই ছন্নছাড়া যে সমুদ্র সৈকতে বিকিনি পরিহিত নারীরাই
চোখ টানে, পুরুষ নৈব নৈব চ।
তাই রাহুলকেও মানতেই হলো। রাহুলের ছোট্ট সংক্ষিপ্ত উত্তর, “আই নেভার উইল”, অর্থাৎ, না, ওরকম ফিগার আমার কোনদিন হবে না। হেসে উঠলেন মুনমুন, হেসে উঠলেন উপস্থিত সবাই।
কি আর করা যাবে খোদার উপর খোদকারি করার ক্ষমতা যে কারোরই নেই।