ইভিএম নিউজ ব্যুরো, ২ জুনঃ (Latest News) আম খেতে ভালবাসেন না এইরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর। ৮ থেকে ৮০ সকলেই আম খেতে ভালবাসেন । ল্যাংড়া, হিমসাগর, ফজলি এইসকল আমের সঙ্গে আমরা সকলেই পরিচিত। তবে ইদানিং সোশ্যাল মিডিয়ার দৌলতে আমের আরও একটি প্রজাতির সঙ্গে কম বেশি সকলেই পরিচিত হয়েছেন। আমটির নাম মিয়াজাকি। যার উৎপত্তি উদিত সূর্যের দেশ জাপান থেকে। আর যার দাম শুনলে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্যই বাধ্য! অনলাইনে এই আমের দাম দাম প্রায় ২ লক্ষ টাকা প্রতি কেজি।

আর এবারে সেই আম ফলতে দেখা গিয়েছে বীরভূমের মসজিদ চত্বরে। আর সেই আম দেখতে মানুষজনের ঢল নেমেছে এলাকা জুড়ে। তবে সেই আম খাওয়ার থেকে ও তো আমের সঙ্গে ফ্রেমবন্দী হতে দেখা গিয়েছে বেশ কয়েকজনকে।

অসাধারণ সুগন্ধ ও চিনির চেয়েও মিষ্টি এই মিয়াজাকি আম। সেই সঙ্গে আঁশ বা ফাইবার একেবারে নেই বললেই চলে। মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এক নিমিষে। তবে এবার সেই আমই চেখে দেখার সুযোগ হবে বীরভূমবাসীর। একেবারে গাছপাকা এই মিয়াজাকি। জানা গিয়েছে, সকলের সিদ্ধান্ত মেনেই আগামী শুক্রবার একটা আম পাড়া হবে। আর তারপরই নিলামে যাবে এই মিয়াজাকি। এখন সেই আমের দাম কেমন ওঠে সেটাই দেখার বিষয়। কিন্তু জাপানের এই আম কীভাবে বীরভূমে এল?

জানা গিয়েছে, সেখানকার স্থানীয় এক যুবক, নাম সৈয়দ সোনা, বিদেশে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি ঐ আমের একটি চারা নিয়ে আসেন এখানে। সেই চারা বসানো হয় মসজিদ চত্বরে। এবং সেই চারা থেকে গাছ হয় । এবং গাছটিতে সব মিলিয়ে মোট ৮ টি আম হয়। এবং সেই আমগুলিকে একেবারে লোকচক্ষের আড়ালে রেখেছেন মসজিদ কমিটির লোকজনেরা।

তবে মালদায় পরীক্ষামূলকভাবে এই আম ফলানোর চেষ্টা করা হচ্ছে বর্তমানে। লম্বাটে ধরনের দেখতে, ওজন প্রায় ৩৫০ গ্রামের কাছাকাছি। বেগুনি রঙের দেখতে হয় এই আম। আমের এই প্রজাতিটি থাইল্যান্ড, বাংলাদেশের কিছু জায়গায় চাষ হচ্ছে বলে জানা গিয়েছে। ভারতে প্রথম মধ্যপ্রদেশে এই আমের চাষ হয়েছিল বলে জানা যায়। তবে সেই আম গাছ রাখা হত কড়া পাহারায়। বিশ্বের বাজারে এই মিয়াজাকি আমের কদরই আলাদা। মিয়াজাকি আমকে একেবারে কড়া পাহারায় চাষ করা হয়। আর যার দাম শুনলে আঁতকে উঠতে হয়। আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি মিয়াজাকি আমের দাম প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা। এবং এক একটি মিয়াজাকি আমের দাম ভারতীয় মুদ্রায় ১৫ হাজার টাকারও বেশি হতে পারে বলে জানা গিয়েছে। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর