ইভিএম নিউজ ব্যুরোঃ এ যেন মাঘমাসের মাঝসময়ে প্রকৃতির মুড স্যুইংয়ের পালা চলছে। দু’ দিন ঝলসানো রোদ্দুর আর গরমে পাখা চালানো ইচ্ছে হচ্ছে, তো তৃতীয়দিন সকাল থেকেই উত্তুরে হাওয়া। সন্ধে হতেই ছ্যাকছ্যাকে হিমেল ঠাণ্ডা। বুধবার তাপমাত্রা বেড়েছিল চড়চড়িয়ে। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই ফের পারদ পতন। সঙ্গে শিরশির করে উত্তুরে হাওয়ায়, আবার যেন চেনা শীতের মেজাজ। বেলা বাড়তেই আলিপুর আবহাওয়া দফতর জানালো, শীতের পারদ আবার দিনকয়েকের জন্য নীচে নামবে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বাধিক তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৭ শতাংশের কাছাকাছি। আগামী দু’দিন, অর্থাৎ ৩ ফেব্রুয়ারী পর্যন্ত বঙ্গে বহাল থাকবে এই শীতের লুকোচুরি। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গেও তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে শ্রীলঙ্কা, তামিলনাডু, পন্ডিচেরিতে সমুদ্র উত্তাল হতে পারে বলে জানা গেছে। এর জেরে তামিলনাডু উপকূলে বৃষ্টির সম্ভাবনা আছে বলেও হাওয়া অফিসের পূর্বাভাস।