ইভিএম নিউজ ব্যুরো, ২৯ জুলাইঃ (Latest News) দ: চব্বিশ পরগনার মহেশতলার জলকলে উদ্বোধন হলো সেমি অলিম্পিক স্তরের সেনসি সুইমিং একাডেমির। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সাঁতারু শ্রীমতি বুলা চৌধুরী। এছাড়াও ছিলেন মহেশতলা  নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভাশিস দাস ও সাতবার ফ্রি স্টাইল ন্যাশনাল চ্যাম্পিয়ন শ্রী সঞ্জীব চক্রবর্তী।

এই সুইমিং একাডেমীত শিশু- কিশোর-প্রাপ্তবয়স্ক সকলের জন্য খোলা হয়েছে। মহেশতলা অঞ্চলের বাসিন্দাদের জন্য অত্যন্ত সুখবর অবশ্যই। চারিদিকে প্রচুর ফ্ল্যাট ও কমপ্লেক্স তৈরি হওয়ার ফলে এলাকায় পুকুর বা জলাশয় কমে গেছে। ফলে এখনকার শিশু-কিশোরদের সাঁতার শেখার জায়গা অনেকটাই কমে গেছে। তাই এরকম একটা সুইমিং পুলের খুব প্রয়োজন হয়ে পড়েছিল এলাকায়। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর