ইভিএম নিউজ ব্যুরো, ১৯ জুনঃ(Latest News) মেয়েরা ও খেলার জগতে পিছিয়ে নেই আমরা অলিম্পিক সহ বিভিন্ন জাতীয়স্তর খেলার প্রতিযোগিতায় তার প্রমান বহু দেখি । ক্রিয়া প্রেমী মানুষদের জন্য ১৮ই জুলাই নবাবগঞ্জ অগ্রানি ইয়ং ষ্টার ক্লাব শ্রীধর বংশীধর হাইস্কুল মাঠে ফুটবল প্রতিযোগিতা এবারপ্রথম উদ্যোগে।এই আয়োজন অনায়েসে বলা যায় ফুটবল খেলার প্রতি মেয়েদের উৎসাহ আরো বৃদ্ধি পাবে।খেলারআয়োজনে বিশিষ্ট সহযোগিতায় অগ্রণী ইয়ং ষ্টার ক্লাবের সেক্রেটারি সন্দীপ ঘোষ, উদ্যোক্তা প্রাক্তন পৌরমাতা ব্রততী সেন।উপস্থিত ছিলেন নোয়াপাড়া থানার আই.সি পার্থ সারথি মজুমদার এবং পৌরমুখ্য মলয় ঘোষ।

উক্ত প্রতিযোগীতায় অংশগ্রহণকারী দল গুলো হল,
হরিপুর সংস্কৃতি সংঘ মহিলা ফুটবল কোচিং ক্যাম্প (অশোকনগর ),
অঞ্জনগড় মহিলা ফুটবল কোচিং সেন্টার (নদীয়া)।
দিশারী মহিলা ফুটবল একাডেমি (গাঁড়াপোতা)।
দত্তপুকুর উইমেন্স ফুটবল ফোরাম।
গয়েশপুর উইমেন্স ফুটবল একাডেমি।
সিদ্ধেশ্বরী যুব সংঘ, উদয়নারায়নপুর,(হাওড়া)।
চাকদহ ভেটারেন্স ফুটবল ক্লাব (নদীয়া )।
নবারুল মহিলা ফুটবল একাডেমি (মধ্যমগ্রাম )।
ফাইনাল রাউন্ডে হরিপুর সংস্কৃতি সংঘ মহিলা ফুটবল কোচিং ক্যাম্প (অশোকনগর ), এবং দিশারী মহিলা ফুটবল একাডেমি (গাঁড়াপোতা) –এই দুটো দলের হাড্ডাহাড্ডি লড়াই করে দিশারী মহিলা ফুটবল একাডেমি জিতে ট্রফি নিলো।(EVM News) 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর