ইভিএম নিউজ ব্যুরো, ১৫ই ফেব্রুয়ারিঃ মহিলা টি- টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্থানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচে জয়ের পর আজ ফের একবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ম্যাচ শুরু ঠিক সন্ধ্যা ৬ টায়।
দলের নির্ভর যোগ্য ওপেনার স্মৃতি মন্দনাকে ছাড়াই পাকিস্তান ম্যাচে মাঠে নামতে হয়েছিল ভারতীয় দলকে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সম্ভবত দলে থাকছেন তিনি। সেই ইঙ্গিতই দিয়েছেন বোলিং কোচ ট্রয় কুলি। তবে স্মৃতি দলে ফিরলে সেক্ষেত্রে রিজার্ভ বেঞ্চে বসতে হতে পারে যস্তিকা ভাটিয়া ও হার্লিন দেওলের মধ্যে যেকোনো একজনকে। এক্ষেত্রে যস্তিকার বাদ পড়ার সম্ভাবনা সবথেকে বেশি। কারন শেষ ম্যাচে তাঁর পারফরম্যান্স ছিল নিতান্তই সাদামাটা।
এদিকে ভারতীয় দল বোলিং বিভাগকে অপরিবর্তিত রাখতে চাইলেও রেনুকার বোলিং নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে দল। কারন তিনি উইকেট পাচ্ছেন না। তবে অঞ্জলি সর্বানিকে আপাতত মাঠের বাইরেই অপেক্ষা করতে হবে। আজ সম্ভাব্য যে ভারতীয় দল মাঠে নামতে চলেছে তা হল…
স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), হার্লিন দেওয়ল/যস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা,রাধা যাদব, , রিচা ঘোষ (উইকেটকিপার), পূজা বস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড় ও রেনুকা সিং ঠাকুর।