অরূপ পাল, ২৩ ফেব্রুয়ারিঃ মহমেডান স্পোটিং ক্লাবের কোচের দায়িত্ব নিয়ে মাঠে নেমে পড়লেন প্রাক্তন তিন প্রধানের জার্সি গায়ে খেলা মেহেরাজ উদ্দিন ওয়েডু। আই লিগে ব্যর্থ হতেই সরিয়ে দেওয়া হয়েছে কিবু ভিকুনার কে। তাঁর পরিবর্তে কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মেহেরাজ উদ্দিন ওয়েডু কে।‌আর দায়িত্ব পেয়ে ফুটবলারদের নিয়ে মাঠে নেমে পড়লেন সাদা কালো শিবিরের নতুন কোচ। শুক্রবার ঘরের মাঠে আই লিগে মহমেডান স্পোটিং ক্লাবের প্রতিপক্ষ সুবেধা ঠেকান।‌আপতত কুড়ি পয়েন্ট সংগ্রহ করে নবম স্থানে রয়েছে মহমেডান।‌তাই নতুন কোচের টার্গেট দলকে জয়ের সরণিতে ফিরিয়ে আনা। লিগ টেবিলে নিচের দিকে থাকলেও যতটা সম্ভব উপরের দিকে তুলে আনতে চান মহমেডান স্পোটিং ক্লাবের নতুন কোচ। আই লিগে দলের অবস্থা ভালো না হলেও ফুটবলারদের অনুশীলনে দেখে খুশি মেহরাজ উদ্দিন। কোচ হিসেবে কলকাতায় ফিরে বেশ খুশি মেহেরাজ উদ্দিন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর