ইভিএম নিউজ, ৪ মার্চঃ অবশেষে হাওড়াবাসীদের জন্য সুখবর দিল মেট্রো কর্তৃপক্ষ। খুব তাড়াতাড়িই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ-র মেট্রো ট্রেন চালানোর মহড়া শুরু করবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। শেষ মুহূর্তের কাজ বাকি শুধু। তবে এখনও হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর-৫ পর্যন্ত রুটের পুরো কাজ শেষ হয়নি। এই রুটের শিয়ালদহ থেকে সেক্টর-৫ পর্যন্ত অংশে যাত্রী পরিবহণ পরিষেবা জারি রয়েছে।
মেট্রো রেল সুত্রে খবর, হাওড়া ময়দান থেকে শিয়ালদহ পর্যন্ত রুটে মেট্রো ট্রেন চালানোর মহড়া এখনও শুরু হয়নি। কারণ, এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ২.৪০ কিলোমিটার অংশের কাজ এখনও শেষ হয়নি। তবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮০ কিলোমিটার অংশ যাত্রী পরিবহণের জন্য প্রস্তুত। তাই এই অংশেরই মহড়া পর্ব এপ্রিল মাসে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
এই রুটে মোট চারটি স্টেশন রয়েছে। সেগুলি হল, হাওড়া ময়দান, হাওড়া, এসপ্ল্যানেড এবং মহাকরণ স্টেশন। মহাকরণ স্টেশনের কাজ শেষ পর্যায়। কর্তৃপক্ষের দাবি জুলাই থেকেই যাত্রী পরিবহণের উপযুক্ত হয়ে উঠবে এই রুটের মেট্রো পরিষেবা।