অমিত কৃষ্ণ পালঃ মমতা কি তাহলে ভয় পেয়েছেন ? রাজনৈতিক মহলে গুঞ্জন, আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ টি আসনেই প্রার্থী দিতে চলেছে আইএসএফ। আর আইএসএফের হয়ে এই সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন ফুরফুরা শরীফের পীরজাদা পরিবারেরই কেউ না কেউ।

আর তারপরই সংখ্যালঘুদের উদ্দেশ্যে মমতার কাতর আবেদন, ‘‘ফুরফুরা শরিফ রাজনীতিতে প্রবেশ করুক, আমি চাই না। যেমন চাই না বেলুড় মঠের সন্ন্যাসীরা রাজনীতিতে প্রবেশ করুক ’’।

সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে পিরজাদা পরিবারের সদস্যদের ভোটে দাঁড়ানোর প্রসঙ্গে মমতা বলেন, ‘‘বিজেপির কিছু নেতা সংখ্যালঘুদের ভাগাভাগি করার জন্য ক্যাশ মানি অর্থাৎ নগদ টাকা তুলে দিয়েছে। আর সিপিএমের তো কোনও লজ্জা নেই!’’

এরপরই রাজ্য বিজেপির পক্ষ থেকেও মমতার উদ্দেশ্যে ধেয়ে আসে তীক্ষ্ণ আক্রমণ। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘তৃণমূলের রাজনীতিটাই বিভাজন আর ধর্মীয় মৌলবাদকে উস্কানি দেওয়ার রাজনীতি। বিজেপি আর সঙ্ঘের ভয় দেখিয়ে তৃণমূল মৌলবাদীদের উন্মাদনা জারি রাখতে চায়। গত ১২ বছরে সংখ্যালঘুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন, তাঁদের সম্পত্তিহানি হয়েছে, প্রাণ গিয়েছে। বাংলার শিক্ষিত, প্রগতিশীল, সচেতন সংখ্যালঘুদেরও ভাবতে হবে, তাঁরা আর কত দিন ভোটার হয়ে বাঁচবেন।’’ পাশাপাশি বিজেপির কথায়, মমতা বিগত নির্বাচনগুলিতে বুঝে গিয়েছে, যে সংখ্যালঘু সম্প্রদায় তার দিক থেকে মুখ ফিরিয়েছে। তাই ভয় পেয়েই এই কাতর আবেদন করেছেন তিনি । ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর