‘মমতা বন্দ্যোপাধ্যায় মদ খাইয়ে বাংলাকে ধ্বংস করতে চাইছে’ এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বাংলায় মদ বন্ধের ডাক দিলেন বিরোধী দলনেতা। শনিবার পূর্ব মেদিনিপুরের চণ্ডীপুরে সভা ছিল শুভেন্দুর। সেই সভায় বিরোধী দলনেতা বলেন, ‘বাংলায় মদ বন্ধের জন্য এইবার মা- বোনেদের আন্দোলনে নামতে হবে।‘

শুভেন্দু অধিকারী আরও বলেন, ’২৮ টাকায় মেহুলের মদের বোতল,আর ডিয়ার লটারি। এটাই কি বাংলার ভবিষ্যৎ? তাই মায়েরাই এগিয়ে আসুন বাংলায় মদ বন্ধ করতে।’

বলা বাহুল্য, গুজরাটে বহুদিন ধরেই মদ বিক্রি নিষিদ্ধ। বাংলার পড়শি রাজ্য বিহারেও মদ নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। বস্তুত মদ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক শিবিরের মধ্যে দীর্ঘদিন ধরেই মতান্তর রয়েছে। বহু রাজনৈতিক সদস্য রয়েছেন, যাঁদের মদে আসক্তি নেই তবুও মদ বিক্রির বিরুদ্ধে নন সেটি মূলত দুটি কারণে। প্রথমত, এর সঙ্গে অর্থনীতি জড়িয়ে রয়েছে। দ্বিতীয় বিষয়টি হল, তাঁদের মতে কে মদ খাবে, কে খাবে না তা নিয়ন্ত্রণ করা রাষ্ট্রের কাজ নয়। তবে বিশেষ করে গেরুয়া শিবিরের বহু নেতা সামাজিক কারণে মদ নিষিদ্ধ করার পক্ষে। সেক্ষেত্রে, শুভেন্দুর এই দাবি তোলার মধ্যেও সুনির্দিষ্ট কৌশল দেখছে রাজনৈতিক মহল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর