ইভিএম নিউজ ব্যুরো, ২৪ জুনঃ (Latest News)মক্কা থেকে মিনাখাঁ, পঞ্চায়েতে মহীরুদ্দিন গাজী হাকালেন ছক্কা। তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী মহীরুদ্দিন গাজী বিদেশে গিয়েছেন ৪ ঠা জুন। গিয়েছেন হজ যাত্রায়। বিদেশে থাকা সত্ত্বেও তার মনোনয়ন পত্র জমা নিয়েছেন রিটার্নিং অফিসার। আদালতে মামলাও হয়েছে। প্রশ্ন উঠেছিল কিভাবে কোন সাক্ষ্যর ছাড়াই মনোনয়ন পত্র গৃহীত হল। প্রার্থী হয়েছে মক্কায় আর মনোনয়ন পত্র জমা পড়ল মিনাখাঁয়? রাজ্য নির্বাচন কমিশনকে তাই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত।

৫৬০০ কিলোমিটার দূর থেকে কি করে মনোনয়ন পত্র জমা জমা পড়ল? বিরোধীদের তাই কটাক্ষ… ভূতে এসে মনোনয়ন জমা দিয়ে গিয়েছে?

বিচারপতি অমৃতা সিনহা ঠিক কি প্রশ্ন করেছেন  আজ আদালতে? দেখুন…

১) পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারির আগেই তিনি ভারত ছারেন(৪ ঠা জুন)। তাহলে কি করে ১২ ই জুন তিনি মনোনয়ন পত্র জমা দিলেন?

২) আইনানুযায়ী, প্রার্থীকে নিজে সশরীরে মনোনয়ন জমা দিতে হয়। তাহলে সে কি করে হাজির হয়ে মনোনয়ন জমা দিলেন?

এই ঘটনার তদন্ত কড়া হাতে রাজ্য নির্বাচন কমিশনকে করতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি সিনহা। আগামী ২৮ শে জুন কমিশনকে আদালতে এই মর্মে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর