ইভিএম নিউজ ব্যুরো, ২ মার্চঃ হলিউড হোক বা বলিউডে আমরা অনেক সময় দেখে থাকি অপরাধী তার অপরাধ ঢাকতে পুলিশের চোখকে এড়াতে নিজের ভোল বদলে আত্মপ্রকাশ করে। তবে সেটি বাস্তবেও যে সম্ভব,  সেটির প্রমাণ করে দিল থাইল্যান্ডের বিখ্যত মাদক মাফিয়া শাহরাত সওয়াংজেঙ ওরফে ‘ড্রাগ লর্ড’ শাহরাত। শুনে অবাক হচ্ছেন তো? হ্যাঁ! প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজের রুপ। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষাটিও হল না তার। অবশেষে পুলিশের জালে আঁটকে পড়ল ওই যুবক। পাশাপাশি ২৫ বছরের ওই যুবক পুলিশের ‘ ওয়ান্টেড’ তালিকায় অন্তর্ভুক্তও ছিল অনেক আগে থেকেই।

সূত্রের খবর, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডার্ক ওয়েবের সাহায্যে এমডিএমএ সহ বিভিন্ন রকমের মাদক শিল্প বিদেশ থেকে আমদানি করতে ওই ব্যক্তি।কোরিয়ান যুবকদের মতো ‘লুক’ পরিবর্তন করে কোরিয়ান নাম ব্যবহার করে দিব্যি ঘুরে বেড়াচ্ছিল ওই যুবক। এমনকী, কয়েকদিনের মধ্যেই দক্ষিণ কোরিয়া চলে গিয়ে সেখানে নতুন জীবন শুরু করার পরিকল্পনা ছিল তার। তবে সব পরিকল্পনাই হল মাটি। শেষমেশ নেটওয়ার্কের সূত্র ধরে বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতাদের খোঁজ পেয়ে যান তদন্তকারীরা।
দীর্ঘ তিন মাস পুলিশ খুঁজছিল। শাহরাতকে গ্রফতার করার পর পুলিশ জানান, শাহরাতের বর্তমান লুকের সঙ্গে পূর্বের লকের কোনই মিল নেই পুরনো চেহারার।শেষ পর্যন্ত ধৃত ওই যুবক তার সমস্ত অপরাধ স্বীকার করেছে এবং জানিয়েছে, থাইল্যান্ডে থাকতে থাকতে এক ঘেয়ে লাগছিল তাই যত তাড়াতাড়ি সম্ভব দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়ার পরিকল্পনা করছিলাম।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর